ঢাকা: বিরোধীদের অব্যাহত বিক্ষোভের মুখে অচল ব্যাংকককে সচল করতে অবশেষে জরুরি অবস্থা জারি করেছে থাই সরকার। আগামী বুধবার থেকে পরবর্তী দুই মাসের জন্য রাজধানী ব্যাংককে এ জরুরি অবস্থা বহাল হবে।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। তাদের লাগাতার বিক্ষোভের মুখে স্থবির হয়ে পড়েছে ব্যাংকক।
মঙ্গলবার এক জরুরি কেবিনেট বৈঠকের পর এ পদক্ষেপ নিলেন থাই প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা জারির কারণ ব্যাখ্যা করে থাই উপপ্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ব্যাংককের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
জরুরি আইনের বলে থাই সরকার রাজধানীতে প্রয়োজনে কারফিউ জারির পাশাপাশি অভিযোগ ছাড়াই যে কাউকে আটক করতে পারবে।
বিক্ষোভকারীদের অভিযোগ, পর্দার অন্তরালে থেকে মূলত এই সরকার চালাচ্ছেন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তাই অবিলম্বে বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করেন তারা। থাকসিন বর্তমান প্রধানমন্ত্রীর বড়ভাই। তবে বিক্ষোভকারীদের দাবি প্রত্যাখ্যান করে আগামী ২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইংলাক সিনাওয়াত্রা।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৩