ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জন্ম নেওয়ার আগেই সন্তান বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
জন্ম নেওয়ার আগেই সন্তান বিক্রি!

ঢাকা: সন্তান জন্ম নেওয়ার আগেই তাকে বিক্রি করে দিলেন এক টিনেজার মা। ফেসবুকে নিজের সন্তান সম্ভবা অবস্থার ছবি তুলে তা ছড়িয়ে দিয়ে বিক্রির ঘোষণা দেন তিনি।

পরে মাত্র ৬৮ পাউন্ডে রফা করে ফেলেন বিক্রির। তবে শেষ রক্ষা হয়নি। গত নভেম্বরে সন্তানটি জন্ম নেওয়ার পরপরই তাকে আটক করে পুলিশ।

ভেরোনিকা কারেরা চাপারো নামের এই ১৮ বছরের তরুণীকেই শুধু নয়, আটক করা হয় তার মা এবং বোনকেও। ধারণা করা হচ্ছে ভেরোনিকার গর্ভের ছবি তুলে তা ফেসবুকে আপলোড ও দর হাঁকার কাজে এই দু’জনেরও ভূমিকা ছিলো।

চিলির মাইপুবাসী ভেরোনিকা গত বছর ফেব্রুয়ারিতে হঠাৎই তার গর্ভধারণের বিষয়টি জানতে পারেন। এর দুই মাস পর তিনি তার ১৭ বছরের বয়ফ্রেন্ডকে বিষয়টি জানান এবং তিনিও যাতে বিষয়টি গোপন রাখেন সেই অনুরোধ করেন। কিন্তু ছেলেটি তার পরিবারকে জানিয়ে দেয়।

পরে সব জানাজানি হয়ে যায়। পুলিশের কাছে তথ্য আছে, ভেরোনিকার মা অ্যাঞ্জেলা চাপারো (৪২) ও তার ২৪ বছর বয়সী বোন ড্যানিয়েলা পেরেজ তাকে তিনটির মধ্যে যে কোনো একটি দিক বেছে নেওয়ার সুযোগ দেন। গর্ভপাত, সন্তান জন্মের পর দত্তক দিয়ে দেওয়া অথবা বিক্রি করে দেওয়া।

তৃতীয় দিকটি বেছে নিয়ে সন্তান জন্মের আগেই ফেসবুকে বিজ্ঞাপন তুলে দেয় পরিবারটি। বিষয়টি অনেকেরই নজর কাড়ে।

তবে আগ্রহ দেখান চিলির কনসেপিয়ন নগরীর এক দম্পতি। তবে তাদের মধ্যে দামদরে সমঝোতা হয়নি। পাশ্ববর্তী পুনেট আলটোর সান্টিয়াগোর একটি পরিবার শিশুটির জন্য আনুষ্ঠানিক নিবন্ধনে ১১৩৫ পাউন্ড দিতে রাজি হয়। এরপর নভেম্বরের ৪ তারিখ শিশুটি জন্ম নেওয়ার একদিন পর ক্রেতা পরিবারটি নিবন্ধন কর্তৃপক্ষকে সেই অর্থ পরিশোধ করে।

এরপর তারা ভেরোনিকাকে দেয় আরও ৬০ হাজার চিলিয়ান পেসো (৬৮ পাউন্ড)।

এদিকে, বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ সক্রিয় হয়। দ্রুত তারা ভেরোনিকা, তার মা ও বোনকে আটক করে। রোববার মা ও মেয়ে তিনজনকেই হাজির করা হয় সান্টিয়াগোর একটি আদালতে। বিচারক আরনেস্টো সিলভা মামলাটিকে ‘অত্যন্ত মারাত্মক’ বলে মত দিয়েছেন। ক্রেতা পরিবারটিকেও ছেড়ে দেওয়া হচ্ছে না। তাদেরও হাজির হতে হবে আদালতে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।