ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
ইউক্রেনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, নিহত ২ ছবি: সংগৃহীত

ঢাকা: বিক্ষোভকে অপরাধের আওতাভুক্ত করার প্রতিবাদে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিক্ষোভ চলছে। নতুন করে সরকার বিরোধী এ বিক্ষোভের তৃতীয় দিন বুধবার সকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।



পুলিশ বিক্ষোভকারীদের শিবির গুড়িয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের একজন গুলিবিদ্ধ ছিল।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পাথর ছুড়ে মারলে পুলিশও টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
এর আগে নভেম্বরে রাশিয়াকে সুবিধা দিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি না করায় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল কিয়েভ ও দেশের অন্যান্য অংশ। ওই সময় বিক্ষোভকারীরা কিয়েভে শিবির গেড়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।