ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেজরিওয়ালে হার, সিনধের ওপর হতাশ রাহুল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
কেজরিওয়ালে হার, সিনধের ওপর হতাশ রাহুল!

ঢাক‍া: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি অনুযায়ী অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে কার্যত নতি স্বীকার করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিনধের ওপর হতাশা প্রকাশ করেছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে গত সোমবার রাত দিল্লির রাজপথে অনশনে কাটান আম আদমি পার্টি (এএপি) থেকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে এই অনশনে যোগ দেন তার দল এএপির মন্ত্রিসভার সদস্য ও বিধায়করা।

কেজরিওয়ালের লাগাতার অনশনের ঘোষণায় দিল্লির ওই পুলিশ কর্মকর্তাদের ছুটিতে পাঠাতে বাধ্য হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সূত্র জানায়, সিনধের এই সিদ্ধান্তের ব্যাপারে মঙ্গলবার রাতে নিজের বাসভবনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল। তিনি হতাশা প্রকাশ করে বলেন, কেজরিওয়ালের সঙ্গে এই সমঝোতার ব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এমনকি দলের জ্যেষ্ঠ কোনো নেতাকেও আগ থেকে কিছু জানানো হয়নি।

যদিও কংগ্রেসের মুখপাত্র অজয় ম্যাকেন দাবি করেছেন, সিনধের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেননি রাহুল।

নিজের দাবি আদায়ের লক্ষ্যে টানা দু’দিন দিল্লির কেন্দ্রবিন্দুতে অনশনে বসেন কেজরিওয়াল ও তার অনুসারীরা।

মঙ্গলবার সকালে রাজ্যের গভর্নর নাজিব জং’র নির্দেশে কেজরিওয়ালের দাবি মেনে পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সিনধে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন ঘোষণার পর অনশন সমাপ্তি ঘোষণা করেন কেজরিওয়াল।

সম্প্রতি দিল্লির একটি আফ্রিকান বসতিতে অবৈধ ব্যবসা চলছে দাবি করে সেখানে অভিযান চালাতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন রাজ্য সরকারের আইনমন্ত্রী সোমনাথ ভারতী। কিন্তু পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় সে অভিযান চালাতে অপারগতা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তারা। তবে এক প্রকার জোর করে ওই অভিযান চালাতে বাধ্য করে আবার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেই অসহযোগিতার অভিযোগ তুলে এএপি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।