ঢাকা: মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রে সশস্ত্র সন্ত্রাসী হামলায় অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণে বেনি সুয়েফ প্রদেশের একটি তল্লাশি কেন্দ্রে এই হামলা চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারি অস্ত্র-শস্ত্র সজ্জিত দুইজন লোক মোটরসাইকেলে চড়ে তল্লাশি কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই ৫ পুলিশ সদস্যের মৃত্যু হয়। আহত দু’জনকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গত বছরের জুলাইয়ে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই মিশরের নিরাপত্তা বাহিনীর ওপর উপর্যুপরি আক্রমণ চলছে। ৩ জুলাই মুরসির পতনের পর থেকে এখন পর্যন্ত অন্তত আড়াইশ’ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।
তবে, বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি কেউ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪