ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার একটি মসজিদের ছাদ ধসে কমপক্ষে ৫ জন নিহত ও আহত হয়েছেন ৫০ জনের বেশি মুসল্লি।
রোববারের এ দুর্ঘটনার পরপরই দ্রুত হতাহতদের উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মসজিদের ভেতরে মাওলানা রুবনাওয়াজের কুলখানি অনুষ্ঠান চলছিল। ছাদ ধসে পড়ার সময় মসজিদের উপর তলায় নারী ও শিশুরা কুরআন তিলাওয়াত করছিলেন।
প্রাদেশিক অর্থ সচিব, জামায়াতে আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হাসপাতালে আহতদের দেখতে গেছেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪