ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জানুয়ারিতে ইরাকে নিহত ৭৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
জানুয়ারিতে ইরাকে নিহত ৭৩৩

ঢাকা: গত মাসে ইরাকে সহিংসতায় কমপক্ষে ৭শ’ ৩৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘ শনিবার এ তথ্য জানিয়েছে।


জাতিসংঘ জানায়, নিহতদের মধ্যে ৬১৮ জন বেসামরিক নাগরিক ও ১১৫ জন নিরাপত্তা কর্মী। একই সময়ে আহত হয়েছে ২ হাজার ২শ’ ২৯ জন।

এসব হামলায় অধিকাংশই বাগদাদে ঘটে থাকে। এখানে হামলায় ২৯৭ জন নিহত ও ৫৮৫ জন আহত হন।

সাম্প্রতিক সময়ে ইরাকে হতাহতের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। বিশেষ করে তালেবানরা দেশটির ফালুজা ও রামাদি শহরের একাংশ দখলে নেওয়ার পর হামলার ঘটনা আরো বেড়ে গেছে। তালেবানদের হঠাতে সরকার ও তার মিত্ররা প্রায়ই অভিযানে চালাচ্ছে। এতেই হতাহত বাড়ছে।

ইরাকে জাতিসংঘ মিশনের প্রধান নিকোলয় ম্লাদেনোভ হতাহতের সংখ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আনবার প্রদেশে মানবিক সংকটের কথাও উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।