ঢাকা: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র চেয়ারম্যান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান তালেবানের মনোনীত ৫ সদস্যের কমিটির সদস্য হয়ে সরকারের সঙ্গে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
সোমবার পিটিআই’র চেয়ারম্যানের সভাপতিত্বে দলের কোর কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে তার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাজধানী ইসলামাবাদে ওই বৈঠকে আলোচ্যসূচিতে প্রাধান্য পায় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মনোনীত রাজনৈতিক ও ধর্মীয় ৫ সদস্যের তালিকায় ইমরান খানের নামের বিষয়টি। সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে তালেবানের পক্ষ থেকে ওই ৫ সদস্যকে নিজের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
পিটিআই কোর কমিটি সিদ্ধান্ত নেয়, ইমরান খান তালেবানদের মনোনীত ওই কমিটির প্রতিনিধিত্ব করবেন না।
তবে বিবৃতিতে বলা হয়, আলোচনা সাংবিধানিক কাঠামোর ভিতরে থেকে, স্বচ্ছ এবং খোলাখুলি পরিবেশে হওয়া উচিত। তালেবানের সঙ্গে সরকারের একটি চুক্তি হওয়া উচিত। আর পাকিস্তানের মাটিতে যেন কোনো হামলা না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চাপ দেয়া উচিত।
এর আগে শনিবার তালেবান ৫ সদস্যের কমিটি ঘোষণা করে। সরকারের ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়ার পরেই তালেবান নিজের প্রতিনিধির নাম প্রকাশ করে।
দেশে চলমান কয়েক বছরের সহিংসতা বন্ধ করতে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে গত সপ্তাহে সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪
*সংলাপের মধ্যস্থতাকারীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস তালেবানের