ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে এতে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। বান্দা সমুদ্র থেকে ভূমিকম্পটির গভীরতা ছিলো মাত্র ১৮ কিলোমিটার।
ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে সামান্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ইউএসজিএস।
চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া ২০১৩ সালের জুলাইয়ে আচেহ প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে ৩৫ জনের প্রাণহানি ঘটে, গৃহহীন হন বহু মানুষ।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪