ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা নিরসনে ভারতের প্রতি আহবান জানিয়েছে।
বুধবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সাংবিধানিক পরিষদে দেওয়া বক্তব্যে এ আহবান জানান নওয়াজ শরিফ।
নওয়াজ বলেন, কাশ্মীর সমস্যার সমাধান করা না হলে সহিংসতা ও অনিশ্চয়তা এ এলাকাকে পিছিয়ে দেবে। তাই আমরা ভারতকে একটি বোধগম্য, স্থিতিশীল ও ফলভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাই।
তাছাড়া কাশ্মিরীদের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের অধিকার প্রতিষ্ঠায় সঠিকভাবে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহবান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পাকিস্তানের হাজার হাজার লোক এখন কাশ্মীর সংহতি দিবস পালন করছেন। ভারতের জেলখানায় হাজারো লোক বন্দি রয়েছেন। সুতরাং এখনই প্রকৃত সময় কাশ্মীরের যৌক্তিক সংগ্রামের প্রতি সমর্থন জানানো।
জাতিসংঘ সনদ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা সন্নিবেশিত আত্ম-নিয়ন্ত্রণাধিকারের যৌক্তিক এ দাবি কাশ্মীরীদের পূরণ না হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীর বিরোধ নিরসনে পাকিস্তান সব সময় চেষ্টা চালানো ও কাশ্মীরীদের অনুভূতির প্রতি সমর্থন দিয়ে যাবে।
বিরোধপূর্ণ নিয়ন্ত্রণ সীমারেখা (লাইন অব কন্ট্রোল-লক) দিয়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করেও কাশ্মীরে শান্তি আনা যায় বলেও উল্লেখ করেন তিনি।
কাশ্মীর সংসহতি দিবসে আজাদ কাশ্মীরে আসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানোর পাশাপাশি ব্যাপক নিরাপত্তাসহ গার্ড অব অনার দেওয়া হয়।
জম্মু-কাম্মিরের জনগণের প্রতি সমর্থন জানিয়ে দুই কাশ্মীরের ঐক্যের ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪