ঢাকা: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন মিশরের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল-সিসি।
কুয়েতভিত্তিক পত্রিকা ‘আল-সিয়াসাহ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।
আল-সিয়াসাহ দাবি করেছে, তারা সিসিকে প্রশ্ন করেছিলেন, আসন্ন নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন কি না? জবাবে সিসি বলেছেন, তিনি মিশরীয় জনগণের স্বপ্ন পূরণ করতে চান, আর এজন্যই তিনি নির্বাচনে লড়বেন।
সিসি নিজের প্রার্থিতা ঘোষণায় ব্যাপক প্রত্যাশার কথা বললেও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।
অবশ্য, নির্বাচনে দাঁড়াতে সমর্থন দিয়ে গত মাসে সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নীত করেছে।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল-আহরাম জানিয়েছে, সেনাপ্রধানের পদ ছেড়ে সিসি নির্বাচনে দাঁড়ালে সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সেদকি ছোবহিকে তার স্থলাভিষিক্ত করা হতে পারে।
আগামী ৬ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আল-আহরাম মনে করছে, দেশের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনে দাঁড়ালে সিসি বিপুল ভোটে বিজয়ী হবেন।
গত বছরের ৩ জুলাই মুসলিম ব্রাদারহুডসমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসায় সেনাবাহিনী।
মোহাম্মদ মুরসি মিশরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। কারাগারে বন্দি মুরসির বিরুদ্ধে পৃথক ৪টি মামলা বিচারাধীন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪
আন্তর্জাতিক
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা সিসির
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।