ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান সরকার-তালেবান বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪
পাকিস্তান সরকার-তালেবান বৈঠক শুরু

ঢাকা: পাকিস্তান সরকার ও নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানদের মনোনীত প্রতিনিধিদের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।

তবে কোথায় এ বৈঠক হচ্ছে তা নিশ্চিত করে জানায়নি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।



শান্তি আলোচনার অংশ হিসেবে এ বৈঠক হচ্ছে সরকার ও তালেবানের মধ্যে। প্রথম বৈঠকে শান্তি আলোচনার ‘রূপরেখা’ নিয়ে আলোচনা হতে পারে।

গত সপ্তাহের সরকার ৪ সদস্য বিশিষ্টি একটি কমিটি ঘোষণা করে। এরপর তালেবান ৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়। তবে তালেবানের প্রতিনিধিত্ব করতে অনীহা দেখান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও  সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ও মুফতি কেফায়াতুল্লাহ।

তাদের দুজনকে বাদ দিয়ে তালেবান মনোনীত তিন সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সামিউল হক।

বৈঠক সম্পর্কে তালেবানদের প্র্রধান প্রতিনিধি মাওলানা সামিউল হক জানিয়েছেন, প্রাথমিক বৈঠকের পর তালেবান নেতাদের সঙ্গে কথা বলা হবে কীভাবে শান্তি আলোচনাকে এগিয়ে নেয়া যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের সদস্য সাংবাদিক ইরফান সিদ্দিকীও জানিয়েছিলেন, শান্তি প্রক্রিয়ার জন্য অবশ্যই তিনি সরকার ও তালেবানদের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রত্যাশা করেন।

গত ২০০৭ সাল থেকে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে সরকারি ভবন ও নিরাপত্তাবাহিনীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে আসছে।

নওয়াজ শরিফ ক্ষমতায় এসে তালেবানদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেয়।

শান্তি আলোচনায় তালেবানের প্রতিনিধিত্ব করছে মাওলানা সামিউল হক, ইসলামাবাদ লাল মসজিদের প্রধান খতিব মাওলানা আব্দুল আজিজ ও জামায়াতে ইসলামির নেতা অধ্যক্ষ ইব্রাহিম খান।

আর সরকারের প্রতিনিধিত্ব করছেন বিশিষ্ট সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই ও ইরফান সিদ্দিকী এবং সাবেক রাষ্ট্রদূত রুস্তম শাহ মুহমান্দ ও সাবেক আইএসআই কর্মকর্তা আমির শাহ।


বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।