ঢাকা: বলিউড নায়িকাদের অন্যতম বৈশিষ্ট্য জিরো ফিগার। এ ফিগার নাচ দেখিয়ে দর্শকের মন জয় করতে খুবই কার্যকরী।
তিনি দেখিয়ে দিয়েছেন, নাচতে চাইলে শরীর কোনো বাধা নয়। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দোলতে পারদর্শী উইটনি ওয়ে থোরের নাচের ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ার পর তার নাম ছড়িয়ে দেশ-বিদেশ।
http://www.youtube.com/watch?v=Tbcoh5hre74&feature=player_embedded
প্লাস-সাইজের হওয়ার পরও সাবলীলভাবে নৃত্য করে তাক লাগিয়ে দিয়েছেন। রেডিও প্রযোজক উইটনি’র ‘এ ফ্যাট গার্ল ড্যান্সিং’ ভিডিও গুলো তৈরি করেছেন সহকর্মী জারেড ও ক্যাটির পরামর্শে।
নাচের শিক্ষক হওয়ার স্বপ্ন না দেখলেও নিজের সাফল্যে সন্তুষ্ট নর্থ ক্যারোলিনার উইটনি।
http://www.youtube.com/watch?v=6rTco3rayBw&feature=player_embedded
রবিন থিকের মতো বিখ্যাত শিল্পীর গানের ব্যাকগ্রাউন্ডেও নেচেছেন তিনি। ইউটিউব ছেড়ে ফেসবুকে নাচের ভিডিও পোস্ট করার পর তার নাম আরও ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘এর মাধ্যমে (ফেসবুকে পোস্ট করা) আমাকে অনেকে দেখেছে এবং (ভিডিওটি) শেয়ার হয়েছে দেড় লাখেরও বেশি। ’
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MQt_z_eZVSo
নাচের ক্ষেত্রে শরীর যে বাধা নয় তার প্রচারণা চালাতে ‘নো বডি শেম ক্যাম্পেইন’ শুরু করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪