ঢাকা: পাকিস্তানের ভূ-খণ্ডে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা কমিয়ে আনার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের এক প্রভাবশালী আইনপ্রণেতা (কংগ্রেসম্যান)।
বুধবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স রাইটার গ্রুপের একটি বিশেষ বৈঠকে এ বিরোধিতা করেন হাউস আর্মড সার্ভিসেস কমিটি’র ৠাকিং মেম্বার কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ।
সন্ত্রাসবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ড্রোন হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার স্পষ্ট অভিযোগ থাকলেও এই হামলা বন্ধের বিরোধিতা করে অ্যাডাম স্মিথ দাবি করেন, সেখানে আল কায়েদা নেতারা এখনো সক্রিয় রয়েছেন। তাই পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ করা সঠিক সিদ্ধান্ত হবে না।
অ্যাডাম স্মিথ বলেন, পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা বন্ধের বিষয়ে ভোট দিতে আমি প্রস্তুত নই। কিন্তু বিষয়টি নিয়ে তর্কে যেতে রাজি আছি।
গত বেশ ক’বছর ধরে পাকিস্তানের উপজাতীয় এলাকায় বিশেষ করে দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এতে বহু মানুষ নিহত হয়েছে।
এসব হামলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করা হলেও মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রায় অধিকাংশ অভিযানেই বেসামরিক লোকজন হতাহত হচ্ছে।
জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার পর সম্প্রতি পাকিস্তানে ড্রোন হামলা বন্ধে উদ্যোগ নেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এই হামলা শিগগির বন্ধে ওবামা প্রশাসনের সমালোচনাসহ ইসলামাবাদের পক্ষ থেকে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪