ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে কাশ্মীরী মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে কাশ্মীরী মন্ত্রীর পদত্যাগ ছবি: শাবির আহমেদ খান

ঢাকা: একজন জ্যেষ্ঠ চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হয়ে পদত্যাগ করেছেন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী শাবির আহমেদ খান।

শুক্রবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য সরকার।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, স্বাস্থ্যমন্ত্রী শাবির খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন একজন সিনিয়র ডাক্তার।

রাজ্যের রাজধানী শ্রীনগরে নিজের কার্যালয়ে জোর করে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী চিকিৎসক।

পদত্যাগ করলেও এ বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার নিন্দা জানিয়েছে রাজ্যের চিকিৎসক পরিষদ। প্রতিবাদে সপ্তাহের শেষ দিন ধর্মঘট ডেকেছেন ডাক্তাররা।

শাবির খান কংগ্রেস দলীয় সদস্য। কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স পার্টির সঙ্গে জোটভুক্ত হয়ে সরকার পরিচালনা করছে কেন্দ্রীয় সরকারে থাকা কংগ্রেস।

বাংলাদেশ সময়:২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।