কলম্বো: শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাথ ফনসেকার মুক্তির দাবিতে বুধবার দেশটিতে হাজার হাজার সমর্থক বিক্ষোভ করেছেন। এক বছর আগে সেনাবাহিনীর হাতে ফনসেকা গ্রেপ্তার হন এবং তাকে ৩০ মাসের কারাদ- দেওয়া হয়।
দেশটির প্রধান বিরোধী দল দ্য ইউনাইটেড ন্যাশনাল পার্টির সদস্যরা ফনসেকার মুক্তির দাবিতে রাজধানী কলম্বোয় মিছিল করেন। এ সময় তারা ফনসেকাকে বন্দী করে রাখা কারাগারের সামনে অবস্থান বিক্ষোভ করেন।
সহিংসতা ঠেকাতে এ সময় পুলিশকে কারাগারের সামনে পাহারা দিতে দেখা যায়। এর আগে শুক্রবার একই ধরনের বিক্ষোভ মিছিলে ফনসেকার সমর্থকদের সঙ্গে সরকারপন্থীদের সংঘর্ষ হয়।
শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল টাইগারদের পরাজিত করে দেশটিতে কয়েক দশকব্যাপী চলা বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধের অবসানের জন্য ফনসেকাকে কর্তৃত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সহ তার পতন হয়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১