ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা নিরাময়কেন্দ্রে হামলা, পালালো ১৭ রোগী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
ইবোলা নিরাময়কেন্দ্রে হামলা, পালালো ১৭ রোগী!

ঢাকা: লাইবেরিয়ায় একটি প্রাণঘাতী ইবোলা নিরাময়কেন্দ্রে হামলা করে লুটপাট চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে প্রাণভয়ে আতঙ্কিত হয়ে নিরাময়কেন্দ্রটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আশঙ্কাজনক ১৭ রোগী! এ ঘটনায় দেশটিতে আরও মারাত্মকভাবে ইবোলা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।



স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী মোনরোভিয়ার ওয়েস্ট পয়েন্ট এলাকায় এ হামলা চালানো হয়।

প্রতক্ষ্যদর্শী রেবেকা ওয়েসেহ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলাকারীদের বেশিরভাগই তরুণ ছিল। তাদের সবার কাছেই অস্ত্র ছিলো। হামলা চালিয়ে নিরাময়কেন্দ্রের অন্য ‍আসবাবপত্রের পাশাপাশি রোগীদের রক্তমাখা বিছানাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ওয়েসেহ বলেন, হামলাকারীরা সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি ‘নো ইবোলা ইন লাইবেরিয়া’ বলেও স্লোগান দিচ্ছিলো।
 
দুর্বৃত্তরা দরজা ভেঙে নিরাময়কেন্দ্রের ভেতরে প্রবেশ করে জিনিসপত্র লুটপাট করতে থাকলে আতঙ্কিত হয়ে রোগীরা পালিয়ে যায় বলে জানান এক প্রতক্ষ্যদর্শী।

লাইবেরিয়ার স্বাস্থ্য অধিদফতরের প্রধান জর্জ উইলিয়াম জানান, নিরাময়কেন্দ্রটিতে ২৯ জন ইবোলা রোগী ছিলেন। এদের মধ্যে নয় জন চারদিন আগে মারা যান। তিনজনকে স্বজনরা জোর করে বাড়িতে নিয়ে যায়। আর বাকি ১৭ জন এ হামলায় পালিয়ে গেছেন।

এরা পালিয়ে যাওয়ায় ছোঁয়াচে রোগটি দেশে আরও বেশি ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন উইলিয়াম।

গত পাঁচ মাসে ইবোলায় আক্রান্ত হয়ে লাইবেরিয়া, ঘানা, সিয়েরা লিওন ও নাইজেরিয়াসহ পুরো আফ্রিকায় ১১৪৫ জন মারা গেছেন। এর মধ্যে লাইবেরিয়ায়ই মারা গেছে ৪১৩ জন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।