ঢাকা : অতীতের ঐতিহ্যকে পুরো মাত্রায় বজায় রেখে নতুন সাজে এবং সাময়িক শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে ৮শতক পর ফের খুলল হর্ষবর্ধনের স্মৃতি বিজরিত নালন্দা বিশ্ববিদ্যালয়।
বিহারের রাজগীরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিশ্বের ৪০টি দেশের হাজারেরও বেশী শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।
বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দিয়েছেন ১১ জন শিক্ষক। নালন্দার প্রাচীন আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ের কথা মনে রেখে ২০০৬ সালে নতুন ভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব দিয়েছিলেন এপি জে আব্দুল কালাম। উদ্যোগী হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপা সভরওয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ে আপাতত পরিবেশ ও ইতিহাস বিষয়ে পাঠ দান হবে।
সেপ্টেম্বরেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নতুন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও তিনি জানান।
নবগঠিত নালন্দার পরিচালন কমিটির চেয়ারম্যান হয়েছেন অর্থনীতিবিদ অর্মত্য সেন।
পুরাতন বিশ্ববিদ্যালয় থেকে ১২ কিমি দূরে ৪৫৫ একর জমিতে এই নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে। তহবিল গড়তে বিশ্বের একাধিক দেশ এর মধ্যেই নতুন বিশ্ববিদ্যালয়ের গর্ভনিং বডির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ২০১১ সালে চিন এর জন্য ১ মিলিয়ন ডলার দান করেছিল। বর্তমানে সেই অর্থ লাইব্রেরী গড়তে খরচ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য গোপা সভরওয়াল। ইতিহাসবিদরা জানান, ৪১৩ থেকে ১১৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। বখতিয়ার খলজির ভারত আক্রমণের আমলে তা ধ্বংস হয়ে যায়।