ঢাকা: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ‘দ্য গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ সম্মেলনে বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দু’দিনব্যাপী এ সম্মেলনে শুরু হয়।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতসহ ক্ষমতাধর ২০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনের প্রথমদিনে জোটভুক্ত দেশগুলোর প্রবৃদ্ধি বাড়ানোর দিকেই নজর দেওয়া হয়েছে।
এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় জোটকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিয়েছেন।
এদিকে রাশিয়ার ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতার ব্যাপারে পশ্চিমাদের উদ্বিগ্নতা নিরশনে আশ্বস্ত করেছেন ভ্লাদিমির পুতিন।
এর আগে জি-২০ সামিটের শুরুতে বলা হয়, ইউক্রেন নিয়ে রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা শুধু রাশিয়াতেই নয়, বরং বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় আন্তর্জাতিক আইন ও সমস্যার শান্তিপূর্ণ সমাধানের উপর অবশ্যই নির্ভর করতে হবে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, যেখানে ক্ষমতাধর দেশগুলো ছোট দেশগুলোতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এশিয়ার জন্য কার্যকর নিরাপত্তা আদেশ প্রভাব, বলপ্রয়োগ বা ভীতি প্রদর্শনের উপর ভিত্তি করে করা হবে না।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪