ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান সীমান্তের কাছে ১৪ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
আফগানিস্তান সীমান্তের কাছে ১৪ পাকিস্তানি সেনা নিহত

পেশোয়ার: আফগানিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে খাইবার প্রদেশের সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলে সোমবার জঙ্গিদের একটি চোরাগোপ্তা হামলায় কমপক্ষে ১৪ জন পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।



নাম প্রকাশ না করে একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেনা কর্মকর্তারা সিপাহ এলাকায় অভিযান চালিয়ে ঘাঁটিতে ফেরার পথে তাদের গাড়ির বহরে হামলা চালানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর অপর কর্মকর্তা হামলা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চল জঙ্গি সংগঠন তালেবান ও আল কায়েদার স্বর্গ হিসেবে উল্লেখ করে। এই অঞ্চলে প্রায়ই জঙ্গিরা নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ২৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।