ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটো বুধবার থেকে লিবিয়ায় সামরিক অভিযানের দায়িত্ব নিচ্ছে : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
ন্যাটো বুধবার থেকে লিবিয়ায় সামরিক অভিযানের দায়িত্ব নিচ্ছে : ওবামা

ওয়াশিংটন: লিবিয়ায় স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে বুধবার থেকে যৌথ বাহিনীর দায়িত্ব নিচ্ছে ন্যাটো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার তার বক্তব্যে এ তথ্য জানান।



আমেরিকানদের উদ্দেশ্যে ওবামা লিবিয়ায় অভিযান পরিচালনার যুক্তি তুলে ধরেন।
তিনি বলেন, এই অভিযান পরিচালনায়, গোয়েন্দা তথ্য, উদ্ধার সরঞ্জাম এবং সার্বোক্ষণিক যোগাযোগের মাধ্যমে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রেসিডেন্ট বলেন, আমার আত্মবিশ্বাস রয়েছে, জোট বাহিনী গাদ্দাফির বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হবে।

বুধবার থেকে ন্যাটো বাহিনী লিবিয়ায় অভিযান চালানোর পূর্ণ নেতৃত্ব দেবে বলেও উল্লেখ করেন ওবামা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।