ত্রিপোলি: লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি তার দেশে জোট বাহিনীর অভিযানকে মঙ্গলবার বর্বরোচিত উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান।
এদিকে, গাদ্দাফিকে অপসারনের পর লিবিয়ার ভবিষৎ কি হবে, আন্তর্জাতিক শক্তি মঙ্গলবার লন্ডনে এ বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে।
৭ টি আরব দেশসহ ৩৫ টির বেশি দেশের সমর্থনে লিবিয়ার স্বৈর শাসক গাদ্দাফির হাত থেকে জনগণকে রক্ষা এবং নো ফ্লাই জোন আরোপের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের সেনাবাহিনীর সমন্বয়ে জোট বাহিনী সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালনা করছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন নিয়েও লন্ডনে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আলোচনায় স্থান পাবে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২৯,২০১১