ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় নতুন সরকার গঠন হচ্ছে

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মার্চ ২৯, ২০১১
সিরিয়ায় নতুন সরকার গঠন হচ্ছে

দামেস্ক: জনগণের দুই সপ্তাহের তুমুল আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ মঙ্গলবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সরকার গঠন হতে পারে।

খবর এএফপির।

মঙ্গলবার দামেস্ক মধ্যাঞ্চলে হাজার হাজার মানুষ আসাদকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ ২০০০ সালে ক্ষমতা গ্রহণের পর তার বিরুদ্ধে এটাই জনগণের সব চেয়ে বড় বিক্ষোভ।

এদিকে, চাপের মুখে প্রেসিডেন্ট আসাদ সম্প্রতি সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে চলে আসা দীর্ঘ ৫০ বছরের জরুরি আইন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য,মার্চের মাঝামাঝিতে শুরু হওয়া সরকার পতনের আন্দোলনে, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১৩০ জন বিক্ষোভকারী নিহত হয়।

বাংলাদশে সময়: ১৬২৪ ঘণ্টা, র্মাচ ২৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।