ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মন্ত্রিসভার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
সিরিয়ায় মন্ত্রিসভার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে প্রধানমন্ত্রী

দামাস্কাস: সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজি ওত্রির সরকার মঙ্গলবার পদত্যাগ করেছে। খবর এএফপির।

সিরিয়ার সরকারি টেলিভিশন সম্প্রচার করে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

একইসঙ্গে ওত্রিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছেন বাশার।

সরকারি টেলিভিশন সানায় বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ (মঙ্গলবার) মোহাম্মদ নাজি ওত্রির সরকারের পদত্যাগ গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কাজ করার জন্য ওত্রিকে দায়িত্ব দিয়েছেন।

আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে নতুন সরকার গঠন করা হবে। সেই সরকারের দায়িত্বের মধ্যে রাষ্ট্রের প্রতিশ্রুত বেশ কয়েকটি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে।

বাথ পার্টি শাসিত সিরিয়ায় চলতি মার্চের মাঝামাঝি সময়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। ১৯৬৩ সাল থেকে বাথ পার্টি দেশটির ক্ষমতায় রয়েছে।

সংস্কার কর্মসূচির মধ্যে আছে দেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার এবং গণমাধ্যম ও রাজনৈতিক দলসংক্রান্ত আইনগুলো আরো শিথিল করা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।