লন্ডন: লন্ডনে মঙ্গলবার লিবিয়ার বিরোধী এক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এদিকে ওয়াশিংটন শিগরিই লিবিয়ার বিদ্রোহীদের দখল করা বেনগাজি শহরে দূত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
লন্ডন সম্মেলনের পাশাপাশি ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিলের (টিএনসি) সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠককে অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কেননা এর মধ্য দিয়ে তারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানান।
মাহমুদ জিবরিলের সঙ্গে হিলারির এটা দ্বিতীয় দফা বৈঠক। এর আগে প্যারিসে গ্রুপ অব এইটের সম্মেলনে যোগ দিতে গিয়ে গত ১৫ মার্চ তিনি প্রথম জিবরিলের সঙ্গে সাক্ষাৎ করেন। জিবরিল টিএনসিতে পররাষ্ট্র বিষয়টি দেখাশোনা করেন।
সাক্ষাতে হিলারি লিবিয়ায় জোট বাহিনীর হামলা সম্পর্কে জিবরিলের মনোভাব বোঝার চেষ্টা করেন।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, ‘এখন মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গঠন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ঘোষণার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার কোনো বিকল্প নেই। ’
এদিকে এ দলটি রাজনৈতিকভাবে সংগঠিত হওয়াসহ লিবিয়ায় মানবাধিকারের বিষয়টিকে স্বাগত জানিয়েছে বলে গত সপ্তাহে ত্রিপোলিতে মার্কিন রাষ্ট্রদূত জেনে ক্রেজ জানান। তিনি গত ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
একইসঙ্গে বেসামরিক জনগণকে রক্ষায় গত ১৯ মার্চ থেকে লিবিয়ায় শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের বিমান হামলাকেও দলটি থেকে স্বাগত জানানো হয়।
এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগও মঙ্গলবার সকালে জিবরিলের সঙ্গে সাক্ষাৎ করেন। হগ জিবরিলকে লন্ডনে আমন্ত্রণ জানালেও সম্মেলনে আমন্ত্রণ জানানি।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১