ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বন্দুকধারীদের হামলা: নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মার্চ ২৯, ২০১১
ইরাকে বন্দুকধারীদের হামলা: নিহত ১৫

তিকরিত: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের একটি ভবনে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। পরবর্তীতে গায়ে বোমা বাধা ওই বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয় বলে ইরাকের এক কর্মকর্তা জানান।



রাজধানী বাগদাদের ১৬০ কিলোমিটার উত্তরের তিকরিত শহরে বন্দুকধারীরা ভবনটিতে হামলা চালায়। এর কিছুক্ষণ আগেই এক আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের রাস্তা পরিষ্কার করেন বলে পুলিশের এক কর্মকর্তা জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান তিনি।

বাগদাদে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এ হামলায় ১৫ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। ’

এ হামলা বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গাড়ি বোমা হামলায় পুলিশের কর্ণেল ইমাদ নোফান এবং তার সহকারী নিহত হন। ভবনের ভেতর কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। ’

কিন্তু ভেতরে এখনও কেউ জিম্মি আছেন কিনা বা তাদের সংখ্যা কত, এ বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই বলে অপর এক নিরাপত্তা কর্মী জানান।

তবে ওই ভবনের ভেতরে এখনও এর কর্মীরা আছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

এদিকে কর্মীরা অন্য পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে কিছু প্রত্যক্ষদর্শী জানালেও পরিস্থিতি এখনও পরিষ্কার নয় বলে পুলিশ জানায়।

এক নিরাপত্তা কর্মী বলেন, ‘বন্দুকধারীদের সবাই বোমা বহন করছেন এবং ভেতর থেকে হামলা চালাচ্ছেন বলে পুলিশ এখনও কোনো হামলা চালায়নি। এর মধ্যে একজন তার গায়ে বাধা বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। ’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সালাহউদ্দিন প্রদেশের তিকরিতে কারফিউ জারি করা হয়েছে বলে স্থানীয় টেলিভিশন সংবাদ প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।