ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু কেন্দ্রের সংকট নিরসনে কানকে ওবামার আশ্বাস

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
পরমাণু কেন্দ্রের সংকট নিরসনে কানকে ওবামার আশ্বাস

ওয়াশিংটন: ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রের সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানকে একযোগে কাজ করার আশ্বাস দেন। খবর এএফপির।



হোয়াইট হাউস থেকে ওবামা টেলিফোনে কানের সঙ্গে আলোচনা করেন।
ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থেকে তাদের সাহায্য করারও আশা ব্যক্ত করেন ওবামা।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ওবামার সহযোগিতা করার ইচ্ছা প্রকাশের পর নাওতো কান ওবামাকে ধন্যবাদ জানান।

দুই নেতা পরমাণু কেন্দ্রের চলমান সংকট দূর করতে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।

এর আগে জাপান মঙ্গলবার ফুকুশিমা পরমাণূ বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা জারি করে।

উল্লেখ্য, গত ১১ মার্চ স্মরনকালের ভয়াবহ ভূমিকম্পে জাপানের উত্তরপশ্চিমাঞ্চলে উপকূলীয় এলাকায় কমপক্ষে ২৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়।

বাংলাদশে সময়: ১২১০ ঘণ্টা, র্মাচ ৩০,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।