শ্রীনগর: ভারতের কাশ্মীরে শুক্রবার দিনের শেষে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি মিনিবাস খরস্রোতা নদীতে ডুবে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ভারতশাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিনে কিসতিওয়ার অঞ্চলের পার্বত্য এলাকায় ঢালু রাস্তা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের একজন মুখপাত্র জানান, “২৫ জন মারা গিয়েছেন। ” দুর্ঘটনার সময় বাসটি থেকে দুজন লোক ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, “বন্যাপ্লাবিত চিনাব নদীতে আছড়ে পড়ার পরপরই বাসটি অদৃশ্য হয়ে যায়। ”
বাস দুর্ঘটনা এ অঞ্চলে একটি সাধারন ঘটনা। খারাপ রাস্তা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন আর বেহাল যানবাহনই এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৫ ঘন্টা, জুলাই ২৪, ২০১০