ত্রিপোলি: লিবিয়া থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান প্রত্যাহারের পর দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এক বার্তা পাঠিয়েছেন। লিবিয়ার সরকারি বার্তা সংস্থা জেএএনএ এ তথ্য জানিয়েছে।
ওই বার্তা বিষয় সম্পর্কে সংস্থাটি জানায়, ‘ আগ্রাসনমূলক ও উপনিবেশবাদী হামলা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পর বিপ্লবের নেতা গাদ্দাফি বুধবার বারাক ওবামার কাছে এক বার্তা পাঠিয়েছেন। ’
গত সোমবার মার্কিন সামরিক বাহিনী লিবিয়ায় আন্তর্জাতিক বিমান অভিযান থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করে নেয়। যদিও এরপর ন্যাটো ওয়াশিংটনকে আরও ৪৮ ঘণ্টা লিবিয়ায় বোমা হামলা অব্যাহত রাখার অনুরোধ জানায়।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, লিবিয়ার বিদ্রোহীদের সংগঠন পরিবর্তনকামী জাতীয় পরিষদকে স্বীকৃতি দেওয়া যায় কি না এ বিষয়টি তারা এখনো বিবেচনা করছে। এরইমধ্যে ফ্রান্স, কাতার ও ইতালি বিদ্রোহীদের আনুষ্ঠানিক দিয়েছে।
বিদ্রোহী অধ্যুষিত লিবিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা এসে পৌঁছেছেন। তিনি বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রতিনিথি সভার সাবেক সদস্য কুর্ট ওয়েলডন গাদ্দাফির সঙ্গেও সাক্ষাত করবেন বলে সিএনএন জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১