ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সহিংসতাপূর্ণ আবিদজানে জাপানি রাষ্ট্রদূতকে উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
সহিংসতাপূর্ণ আবিদজানে জাপানি রাষ্ট্রদূতকে উদ্ধার

আবিদজান: সহিংসতাপূর্ণ আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছ থেকে নাটকীয় ভাবে ফ্রান্সের সেনাবাহিনী জাপানের রাষ্ট্রদূতকে বুধবার রাতে উদ্ধার করে আনতে সক্ষম হয়েছে। ফ্রান্স দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায় ।

খবর এএফপির।

কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী জাপানের রাষ্ট্রদূত ওকামুরা ইয়োশিফুমির ভবন ঘিরে ফেলে। এসময় ফ্রান্স বাহিনী হেলিকপ্টারের সাহায্যে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

ফ্রান্স দূতাবাস বিবৃতিতে জানায়, টোকিও এবং জাতিসংঘের অনুরোধেই ওকামুরাকে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের একজন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট লরাঁ বাগবো পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর তাকে উৎখাতের লক্ষ্যে চূড়ান্ত অভিযান পরিচালনা করছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রেসিডেন্ট ওয়াত্তারার সেনাবাহিনী, ফ্রান্স ও জাতিসংঘ।

বাগবো অভিযোগ করেন, তাকে হত্যা করার জন্য তার প্রাসাদে হামলা চালানো হচ্ছে। অপরদিকে ওয়াত্তারার সেনাবাহিনী বলছে, বাগবোকে হত্যা না করে জীবিত অবস্থায় আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলেও দাবি করেন বাংকারে আশ্রয় নেওয়া বাগবো। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আইভরি কোস্টের নেতা হিসেবে প্রেসিডেন্ট ওয়াত্তারাকে স্বীকৃতি দেয়।

গত বছর নভেম্বরে আইভরি কোস্টে অনুষ্ঠিত নির্বাচনে ওয়াত্তারার কাছে হেরে যাওয়া বাগবো স্বেচ্ছায় পদত্যাগ না করায় এখন তাকে জোর করে উৎখাতের চেষ্টা চলছে। এই উৎখাত অভিযানে ফ্রান্সসহ জাতিসংঘ বাহিনী অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।