নুয়েভো লারেদো: মেক্সিকোর উত্তরাঞ্চলে তামাউলিপাস প্রদেশে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অন্তত ৫৯টি মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আরো বাড়তে বলেও আশঙ্কা করা হয়।
তামাউলিপাস প্রদেশের কৌঁসুলির অফিস জানায়, বুধবার একই অভিযানে ১১ জন গ্রেপ্তার ও অপহৃত পাঁচজনকে মুক্তি দেওয়া হয়েছে।
ওই অফিসের বিবৃতিতে বলা হয়, গত ২৫ মার্চ পুলিশ ও সামরিক বাহিনী জানতে পারে, কয়েকটি বাস ওই অঞ্চল থেকে নিখোঁজ হয়ে গেছে। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে তারা সান ফার্নান্দো শহরের লাহয়া গ্রামে আটটি গণকবরের খোঁজ পায়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ নিয়ে আমাদের কাজ চলছে। মৃতদেহগুলো বাসে নিখোঁজ হওয়া লোকজনেরই কি না তা নিশ্চিত চেষ্টা করছি আমরা। ’ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানানো হয়।
এদিকে, বুধবার মেক্সিকোর বিভিন্ন শহরে ক্ষুব্ধ নাগরিব সহিংসতার বিরুদ্ধে মিছিল বের করে। মেক্সিকোয় অবৈধ মাদক চোলাচালানের সঙ্গে ব্যাপক আকারে সহিংসতার ঘটনা সম্পৃক্ত।
দৈনিক লা হর্নাদা ও সাপ্তাহিক প্রসেসোর কলামিস্ট কবি হাভিয়ের সিসিলিয়া এ বিক্ষোভের আহ্বান জানান। তার ছেলে হুয়ান ফ্রান্সিসকো (২৪)-কে সন্ত্রাসীরা খুন করে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১