ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীনগরে বোমা হামলা, আহলে হাদিস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
শ্রীনগরে বোমা হামলা, আহলে হাদিস নেতা নিহত

শ্রীনগর: ভারতের শ্রীনগরের মৈসুমা এলাকায় শুক্রবার সন্দেহভাজন জঙ্গিদের বোমা হামলায় একজন ধর্মীয় নেতা নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানায়।

খবর এনডিটিভির।

নিহত ওই নেতার নাম মৌলভি শওকত আহমেদ শাহ। তিনি জামায়াত-ই-আহলে হাদিসের প্রধান। হামলার সময় তিনি মসজিদে জুম্মার নামাজের ইমামতি করতে যাচ্ছিলেন। জঙ্গিরা তাকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে।

শুক্রবার সাড়ে ১২টায় বোমা বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত করে। আরেক তরুণ মুনির আহমেদ মীরও গুরুতর আহত হয়েছেন।

বিস্ফোরণের প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে। পুলিশ জানায়, সন্দেহভাজন জঙ্গিরা স্থানীয় পদ্ধতিতে তৈরি বোমা বাইসাইকেলে বেঁধে মসজিদের প্রধান ফটকে রাখা ছিল। মৌলভি শওকত ওই মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পড়াতে যাচ্ছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মৌলভি শওকত বিচ্ছিন্নতাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। জঙ্গি সংগঠন জেকেএলএফ প্রধান মোহাম্মদ ইয়াসিন মালিকের তিনি ঘনিষ্ঠ ছিলেন।

সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক এম ওয়াই তরিগামি শওকত হত্যার তীব্র নিন্দা জানান। তিনি একে কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।