জেনেভা: জাতিসংঘের তদন্তকারী দল গত ২৪ ঘণ্টায় পশ্চিম আইভরি কোস্টে শতাধিক মৃতদেহ খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এরা জাতিগত সহিংসতার শিকার হয়েছেন।
শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের মুখপাত্র রুপার্ট কলভাইল জানান, জাতিসংঘের মানবাধিকার দলের একটি তদন্ত দল পশ্চিম আইভরি কোস্টের তিনটি পৃথক স্থানে শতাধিক মৃতদেহ খুঁজে পেয়েছে।
এর মধ্যে প্রায় ৪০টি মৃতদেহ পশ্চিম দুয়েকোর ব্ললেকিনে পাওয়া গেছে। ঘটনার হোতারা মনে হয় লাইবেরিয়ার ভাড়াটে খুনি। তদন্তকারী দল পার্শ্ববর্তী গিগলু শহরে আরো ৬০টিরও বেশি মরদেহ খুঁজে পায়।
কলভাইল জানান, নিহতের মধ্যে অনেকেই আইভরি কোস্টের নাগরিক নয়। তবে তারা পশ্চিম আফ্রিকার কোনো দেশ থেকে এসেছেন। অন্য ১৫টি মৃতদেহ দুয়েকোতে পাওয়া গেছে। এর আগে এখানে ২২৯টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।
তিনি বলেন, জাতিগত সংঘাতেই যে এমনটি ঘটেছে তার পক্ষে যথেষ্ট আলামত আছে। মৃতদহেগুলো দেখে মনে হচ্ছে অনেককে আগুনে জীবন্ত পোড়ানো হয়েছে, অনেককে কূপে নিক্ষেপ করা হয়েছে।
উল্লেখ্য, জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট জেনালের লরাঁ বাগবো এবং নির্বাচিত ও পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট অ্যালাসান ওয়াত্তারার মধ্যকার দ্বন্দ্বে দেশটিতে সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক অচলতাবস্থা জাতিগত দ্বন্দ্ব বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১