ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিদ্রোহীরা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে পারবে না: মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, এপ্রিল ৮, ২০১১

ওয়াশিংটন: একজন শীর্ষ মার্কিন জেনারেল বৃহস্পতিবার বলেছেন, লিবিয়ার বিদ্রোহী যোদ্ধারা সম্ভবত গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। তিনি বলেন, পরিস্থিতি একটা অচলাবস্থার দিকে যেতে পারে।

খবর এএফপির।  
 
কার্টার হ্যাম নামের ওই শীর্ষ জেনারেল লিবিয়াতে প্রথম পর্যায়ে জোট বাহিনীর বিমান হামলার নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমাজোটের বোমা হামলা লিবিয়াতে বেসামরিক লোকজনের প্রাণহানি অনেকাংশে রোধ করতে সমর্থ হলেও শুধু সামরিক হস্তক্ষেপ করে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

বিরোধীরা আর কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিংবা গাদ্দাফিকে অপসারণ করার বিষয়ে তাদের সম্ভাবনা কতটুকু--এ নিয়ে সিনেটে শুনানি চলাকালে হ্যাম বলেন ‘স্যার, সে সম্ভাবনা  খুবই কম। ’

সিনেটর ম্যাককেইন যখন জানতে চান যে, পরিস্থতি শুরুতে অচল ছিল না এখন অচলাবস্থা তৈরি হয়েছে--এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। ’

হ্যাম বলেন, গাদ্দাফিকে অপসারণ করা জাতিসংঘ সমর্থিত অভিযানের লক্ষ্য নয়। বেসামরিক লোকজনের প্রাণহানি বন্ধ করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।