নাবলুস: পশ্চিমতীরের উত্তরাঞ্চলের আওয়ারতা গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা ১০০ জনেরও বেশি নারীকে গ্রেফতার করেছে। একজন ইসরাইলিকে হত্যার ঘটনায় অভিযুক্তদের ধরতে ইসরায়েলি সেনারা এই অভিযান চালায়।
ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা জানায়, তাবুসের পূর্বে কৃষি অধ্যুষিত উত্তরাঞ্চলের ওই গ্রামে সেনারা বুলডোজার দিয়ে অনেক ফিলিস্তিনির বাড়িঘর গুড়িয়ে দেয়। ওই গ্রামটি ইসরায়েলিদের দখলে রয়েছে।
স্থানীয় পরিষদের প্রধান তাইয়িস আওয়াদ এএফপিকে জানান, মধ্যরাতের একটু পরে শত শত সেনা ওই গ্রামে প্রবেশ করে কারফিউ জারি করে এবং ধড়পাকড় চালিয়ে ওই নারীদের গ্রেফতার করে।
তিনি বলেন, রাতেই তারা ঘরে ঘরে তল্লাশি চালায়। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
ফিলিস্তিনি সূত্র জানায়, আটক নারীদের বেশিরভাগই বয়ষ্ক। ক্যাম্পে আটকে রেখে আঙ্গুলের ছাপ এবং ডিএনএ নমুনা রাখা হয়। পরে এদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা,এপ্রিল ০৮, ২০১১