নিকোসিয়া: সিরিয়ায় শুক্রবার জুমার নামাজের পর নতুন করে সরকার বিরোধী মিছিলে সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন আন্দোলনকারী নিহত হয়েছে। একজন মানবাধিকার কর্মী এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে ওই কর্মী বলেন, ‘নিরাপত্তা বাহিনীর মিছিলে সরাসরি গুলি করলে সাতজন নিহত হয়। ’
দারা শহরের পরিস্থিতি এখন থমথমে। তিনি বলেন, ‘বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারলে সংঘর্ষ বেঁধে যায়। ’ নিহত ব্যক্তির সংখ্যা ১০ জনের বেশি বলে তিনি জানান। যদিও তিনি সাতজনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ষড়যন্ত্রকারী ও দুর্বৃত্তরা অধিবাসী ও নিরাপত্তা বাহিনীর ওপর সরাসরি গুলি ছোড়ে। এতে দুইজন নিহত হয়।
গত ১৫ মার্চ সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার মন্ত্রিসভা ভেঙে আন্দোলন এখনো থামেনি।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১