দামেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় সরকার বিরোধী বিক্ষোভে শুক্রবার কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে৷প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে নতুন করে হাজার মানুষের মিছিলে নিরাপত্তা বাহিনী গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা জানায়৷ খবর এএফপির।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সান্না জানায়, দেরায় দুর্বৃত্তকারীদের গুলিতে ১৯ জন পুলিশ নিহত এবং ৭৫ জন আহত হয়েছে৷
বাশার আল-আসাদ রাজনৈতিক সংস্কার এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য চাপের মুখে রয়েছেন।
এদিকে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত ১৫ মার্চ সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার মন্ত্রিসভা ভেঙ্গে আন্দোলন এখনো থামেনি। বিক্ষোভকারীরা দাবি করেন সহিংসতা চলাকালিন সময়ে এ পর্যন্ত কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৭, এপ্রিল ০৯, ২০১১