ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগবোর বাহিনী সম্পর্কে জাতিসংঘের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
বাগবোর বাহিনী সম্পর্কে জাতিসংঘের সতর্কতা

আবিদজান: আইভরি কোস্টে লরাঁ বাগবোর বাহিনী শুক্রবার রাজধানী আবিদজানের অনেকাংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
বাগবোর বাহিনী এখনো ভাল অবস্থানে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ ।

খবর এএফপির।

নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আইভরি কোস্টের সংকট বর্ণনা করতে গিয়ে, দেশটিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর প্রধান অ্যালাইন লি রয় বলেন, বাগবো বাহিনীর কাছে এখনো অনেক ট্যাঙ্ক ও ভারি অস্ত্র রয়েছে৷

আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা যে হোটেলে রয়েছেন বাগবো বাহিনী তার প্রায় এক কিলোমিটারের কাছে চলে গেছে বলেও জানিয়েছেন রয়৷

শুক্রবার বাগবোর বাহিনী ফ্রান্স রাষ্ট্রদূতের বাসভবনে মর্টার এবং ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়৷ যদিও বাগবোর  মুখপাত্র এই অভিযোগ অস্বীকার  করেন ৷

এদিকে, জাতিগত সহিংসতায় জড়িয়ে পড়ায় আইভরি কোস্টে মানবাধিকার পরিস্থিতির চরম অবণতি হয়েছে।

জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট জেনালের লরা বাগবো এবং নির্বাচিত ও পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার মধ্যকার দ্বন্দ্বে দেশটিতে সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক অচলতাবস্থা জাতিগত দ্বন্দ্ব বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।