ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঢাউস আকৃতির কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
ঢাউস আকৃতির কুকুর!

ঢাকা: একটি কুকুরের ওজন সর্বোচ্চ কত হতে পারে? ২০ থেকে ২৫ কেজি। কিন্তু ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারে ৫৮ কেজি কুকুরের ওজনের ঢাউস আকৃতির এক কুকুরের সন্ধান পাওয়া গেছে।



কুকুরটির নাম কেসি। বয়স সাত বছর। ‘বর্ডার কোলি’ জাতের এই কুকুরটির ওজন অন্যান্য সাধারণ কুকুরের চেয়ে তিনগুণ বেশি। কুকুরটির মালিক প্রবীণ নারী জাস্টন বেইরার এর দেখাশোনা করেন। তিনি এটাকে কখনো কুকুরের খাবার খেতে দেননি। মিষ্টি, চকলেট, চিপস ও নানান ভাজা খাবার খায়। আর এ কারণেই তার ওজন এতো বেশি হয়েছে বলে মনে করছেন কুকুর পরিচর্যা কেন্দ্রের কর্মীরা।  

কম বয়সী কুকুরটি এতো মুটিয়ে গেছে যে সে দাঁড়াতে পর্যন্ত পারে না। সারাদিন শুয়ে থাকে। এ কারণে কেসির গায়ের সব লোম কেটে ফেলা হয়েছে, যাতে তার শরীরের পরিচর্যা করতে সহজ হয়।

এই নাদুসনুদুস কেসিকে তুলতে তিনজন মানুষ লাগে। তার মালিক তাকে একটি কুকুর পরিচর্যা কেন্দ্রে রেখে এসেছেন।

এই পরিচর্যা কেন্দ্রের ব্যবন্থাপক সেন্ডার উইলসন বলেন, কুকুরটিকে মানুুষের খাবার খেতে দেবার কারণে এটি এতো মোটা হয়েছে। খাদ্যনিয়ন্ত্রণের মাধ্যমে ধীরে ধীরে ওর ওজন স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯, ২০৩৬, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।