ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর হামলা: নিহত ৩০ বিদ্রোহী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১
লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর হামলা: নিহত ৩০ বিদ্রোহী

ত্রিপোলি: লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী শনিবার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় হামলা চালিয়েছে। হামলায় ৩০ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে।

খবর রয়টার্সের।

উপকূলীয় বন্দরনগরী মিসরাতা বিদ্রোহীদের একমাত্র শক্ত ঘাঁটি। বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান দীর্ঘ সংঘর্ষে টিকে থাকার জন্য গাদ্দাফির এই বন্দরটি দখলে রাখা প্রয়োজন।

বিদ্রোহীদের মুখপাত্র আবদেলসালেম হতাহতের ঘটনা নিশ্চিত করে টেলিফোনে বলেন, ‘চিকিৎসাকর্মী এবং বিদ্রোহীরা আমাকে জানিয়েছে, সরকারি সেনারা মিসরাতায় হামলা চালালে ৩০ বিদ্রোহী নিহত হয়েছে। ’

ন্যাটোর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মিসরাতায় গত দুইদিনে বিমান হামলা চালিয়ে তারা গাদ্দাফির বাহিনীর ১৫টি ট্যাংক ধ্বংস করেছে।

গত ৩১ মার্চ শুরু হওয়া লিবিয়া অভিযানের দায়িত্বে থাকা ন্যাটো কমান্ডার চার্লস বুচার শনিবার বলেন, গত ২৪ ঘণ্টার অভিযানে গাদ্দাফি বাহিনীর সামর্থ্যরে একটি বড় অংশ তারা ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

এদিকে, রেডক্রস জানিয়েছে, দুই পক্ষের সংঘর্ষের পর মিসতারায় আহত ব্যক্তিদের জন্য চিকিৎসা সামগ্রী নিয়ে একটি গাড়ি ওই অঞ্চলে পৌঁছেছে।

বিদ্রোহীরা ন্যাটোর সমালোচনা করে বলেছে, ন্যাটো সরকারি বাহিনীর হামলার জবাবে অভিযান পরিচালনায় ধীরে পদক্ষেপ নিচ্ছে। বিদ্রোহীরা অভিযোগ করছে, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ন্যাটো বাহিনী।

স্বৈরশাসক গাদ্দাফির পতনের দাবিতে বিদ্রোহীদের সঙ্গে অভিযানে যোগ দিয়েছে ন্যাটো বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।