হেগ: বিশ্বজুড়ে গ্রিন হাউস প্রতিক্রিয়ায় সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন পুরো মানবজাতির অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে। সম্প্রতি নেদারল্যান্ডসের একদল গবেষক দাবি করেছেন, জলবায়ুর উষ্ণতা এভাবে বাড়তে থাকলে ২১০০ সালের মধ্যে সমুদ্রের পানির উচ্চতা এক ফুট বাড়বে।
উন্নত, অনুন্নত বা স্বল্পোন্নত সব দেশে ব্যবহৃত যানবাহন জীবাশ্ম জ্বালানি নির্ভর হওয়ায় যে হারে কার্বন নিঃসরণ হচ্ছে তাতে এ আশঙ্কা আরো বাড়িয়ে দিচ্ছে। এ অকাল বিলুপ্তির হাত থেকে বাঁচতে মানুষ এখনই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প শক্তির খোঁজে গলদঘর্ম হচ্ছে।
এর ধারাবাহিকতায় বিভিন্ন সময় অনেকে বিদ্যুৎচালিত যানবাহনের কথা চিন্তা করেছেন। পরীক্ষামূলক অনেক যানও তৈরি হয়েছে। তবে কাক্সিক্ষত শক্তি না পাওয়ায় এ যাবত এ প্রযুক্তি তেমন সাড়া জাগাতে পারেনি।
কিন্তু সম্প্রতি নেদারল্যান্ডসের এক বিজ্ঞানী আশা জাগানো একটি আবিষ্কার করে ফেলেছেন। তিনি এমন একটি ইলেক্ট্রিক বাস তৈরি করেছেন যা ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বেগে চলতে পারে।
২৩ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন এ যানটিকে বলা হচ্ছে ‘ইলেক্ট্রিক সুপারবাস’।
যানটির ধারণা যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন নেদারল্যান্ডসের প্রথম মহাকাশচারী ওববু ওকেলস। বর্তমানে তিনি মহাকাশে টেকসই প্রকৌশল ও প্রযুক্তির বিষয়ে অধ্যাপনা করছেন।
নতুন ধরনের গণপরিবহন হিসেবে চালুর লক্ষে এ বাসটির উৎপাদন খরচ ধরা হয়েছে এক কোটি ৩০ লাখ ইউরো।
সামনে মে মাসে দুবাইতে অনুষ্ঠেয় বাণিজ্যমেলায় ওকেলস তার এ আবিষ্কার প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।
ইন্টারনেট অবলম্বনে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১