নয়াদিল্লি: ইসলামাবাদের অদূরে আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুতে এটাই প্রমাণ হচ্ছে যে, সন্ত্রাসীরা পাকিস্তানে নিরাপদে আশ্রয়ে আছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সোমবার এ মন্তব্য করেন।
চিদাম্বরম বলেন, ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ওবামার বিবৃতিতে লক্ষ্য করেছি, পাকিস্তানের আবোতাবাদে গোলাগুলিতে ওসামা বিন লাদেন মারা গেছেন, ওই অঞ্চলটি পাকিস্তানের একেবারেই গভীরে। ’
তিনি বলেন, ‘বিভিন্ন সংগঠন পাকিস্তানে নিরাপদ আশ্রয় পাচ্ছে আর এই সত্য আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। ’
বরাবরের মতোই তিনি আবারও বলেন, ২০০৮ সালের মুম্বাই হামলার ঘটনায় জড়িত পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা ইসলামাবাদেই অবস্থান করছে। একইসঙ্গে পাকিস্তানের প্রতি ভারত-চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানান তিনি।
ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের সমর্থন দিচ্ছে। মুম্বাই হামলার ঘটনায় ১০ জন বন্দুকধারী অংশ নেয়। এতে ১৬৬ জন লোক নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ০২, ২০১১