ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে পুলিশের ওপর মুখোশধারী বন্দুকধারীর গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ফ্রান্সে পুলিশের ওপর মুখোশধারী বন্দুকধারীর গুলি ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্শেইয়ে পুলিশের ওপর গুলি চালিয়েছে মুখোশধারী বন্দুকধারী। সোমবার ভূমধ্যসাগরীয় বন্দর নগরীটির উত্তরাঞ্চলীয় শহরতলীতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ওই স্থান সফর করছিলেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।
 
ঘটনার পরপরই ওই স্থান ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে গত জানুয়ারিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বঙ্গ পত্রিকা শার্লে এবদোতে দুই বন্দুকধারীর হামলায় নিহত হন ১১ জন। তাদের মধ্যে ছিলেন পত্রিকাটির সম্পাদক সহ বেশ কয়েকজন খ্যাতনামা সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।