ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রোন হামলায় আফগান আইএস কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ড্রোন হামলায় আফগান আইএস কমান্ডার নিহত

ঢাকা: ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মোল্লা আব্দুর রউফ।

সোমবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে আফগান কর্তৃপক্ষ।



সোমবার এক বিবৃতিতে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এনডিএস জানায়, মোল্লা আব্দুর রউফকে বহনকারী গাড়িতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ওই গাড়িতে থাকা ৫ সহযোগী সহ নিহত হন তিনি।

মোল্লা রউফ আফগানিস্তানে আইএস এর পক্ষে নতুন লোকবল নিয়োগে তৎপর ছিলেন বলে জানানো হয় ওই বিবৃতিতে।

মূলত ইরাক ও সিরিয়ায় নিজেদের স্বঘোষিত খেলাফত কায়েম করলেও সম্প্রতি আফগানিস্তানেও তৎপর হয়েছে আইএস। মোল্লা আব্দুর রউফ ছিলেন আফগানিস্তানে আইএস এর স্বঘোষিত শীর্ষ কমান্ডার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।