কাবুল: দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি বিষয়ে আলোচনা করতে শনিবার প্রতিবেশী দেশ আফগানিস্তান সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। খবর আইএএনএস’এর।
শনিবার সকালে একদিনের সফরে গিলানি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। এসময় সেদেশের শিক্ষামন্ত্রী ফারুক ওয়ারদাক এবং আফগানিস্তানে অবস্থিত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মাদ সাদিক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
একদিনের সফরে গিলানি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এর সঙ্গে তার বাসভবনে বৈঠক করবেন।
দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতিবেশী দুই দেশের একই ধরনের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে আলোচনা করাই গিলানির আফগান সফরের মূল উদ্দেশ্য।
হামিদ কারজাইয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আফগানিস্তান সফরে গেছেন গিলানি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১