ঢাকা: রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজটির দুই পাইলট এখনও নিখোঁজ রয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এসইউ-২৪ উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানায়, ভলগোগ্রাদের পশ্চিমাঞ্চলের কালাচ-অন-ডন শহরে মহড়া চলাকালে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার সময় যুদ্ধযানটি বিধ্বস্ত হয়।
পরে উদ্ধারকারী বাহিনী বিধ্বস্ত উড়োজাহাজের আগুন নেভাতে পারলেও দুই পাইলটকে খুঁজে পায়নি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে এবং কারণ উদঘাটিত না হওয়া পর্যন্ত এসইউ-২৪ পর্যায়ের সকল সামরিক উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করেছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫