জেরুজালেম: ইসরায়েলি জঙ্গি বিমান রোববার ফিলিস্তিনে নতুন দুটি বিমান হামলা চালিয়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে চোরাচালানের জন্য ব্যবহৃত দুটি সুরঙ্গে ভোরের ঠিক আগে এ হামলা চালানো হয়।
তাৎক্ষনিকভাবে এ হামলায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র বলেন, হামলার লক্ষ্যবস্তু সুরঙ্গগুলি হামাস নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহৃত হতো।
এর আগে শনিবার গাজা ভূখন্ড থেকে জঙ্গিরা ইসরায়েলে দ্বিতীয় দিনের মতো রকেট হামলা চালায়। ইসরায়েলের স্তেরোত এলাকার কাছে রকেটটি আঘাত হানলে এতে একটি বিশ্ববিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে এ হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
শুক্রবার গভীর রাতে গাজায় হামাসের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত একটি ভবনে ইসরায়েলি বিমান অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে হামাসের একজন উর্ধতন জঙ্গি নেতা নিহত হন ও আরো আটজন আহত হন। এর পরপরই হামাস ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০