কান্দাহার: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রোববার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয় জন।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে জঙ্গি সহিংসতায় বেসামরিক জনগনের মৃত্যুর ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গিয়েছে।
প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র জালমাই আইয়ুবি বলেন, কান্দাহার শহরের পশ্চিম প্রান্তে একটি গাড়ি বিস্ফোরণের কবলে পরলে তাতে ৯ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
সরকারি পসিংখ্যান অনুযায়ী গত সপ্তাহে দেশটির বিভিন্ন অংশে হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, আফগান সরকার ও বিদেশী সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা তালেবান বাহিনীর একটি প্রিয় অস্ত্র। তবে বেসামরিক জনগন প্রায়ই এসব বোমার শিকারে পরিণত হন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০