ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

ঢাকা: ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির অংশ হিসেবেই টোকিও এ পদক্ষেপ নিল।



শুক্রবার (২২ জানুয়ারি) ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় জাপান। চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এক সংবাদসম্মেলনে এ ঘোষণা দেন।

এর আগে পরমাণু কর্মসূচির ব্যাপারে তেহরান চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে বলে গত ১৬ জানুয়ারি নিশ্চিত করে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা। এর পর থেকেই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।