ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দাবা খেলা হারাম, বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
দাবা খেলা হারাম, বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

ঢাকা: দাবা খেলা সময়ের অপচয় ও হারাম বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ-শেখ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গ্র্যান্ড মুফতির এ মন্তব্য সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে কখন তিনি এ ফতোয়া দিয়েছেন, তা স্পষ্ট নয়। এতে তিনি দাবা খেলাকে প্রাক-ইসলাম যুগে আরবে প্রচলিত ‘মাইসির’ খেলার সঙ্গে তুলনা করেছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) সৌদি আরবে দাবা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এর ঠিক আগের দিন তার এমন ফতোয়ায় দেশটিতে দাবা খেলা নিষিদ্ধ না হলেও বিতর্কের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ-শেখ তার ফতোয়ায় বলেছেন, এ খেলা শত্রুতা ও ঘৃণার জন্ম দেয়। সময়ের অপচয়ের পাশাপাশি অর্থেরও অপচয় ঘটায়।

গ্র্যান্ড মুফতির এ ফতোয়াকে কর্তৃপক্ষ ঢাল হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সৌদি চেস অ্যাসোসিয়েশনের ল কমিটির সভাপতি মুসা বিন থাইলি বলেছেন, দাবাকে জনপ্রিয় করে তুলতে আমরা অনেক কিছুই করছি। শক্তি প্রয়োগ করা না হলে দেশের সর্বত্র দাবা খেলার আয়োজন অব্যাহত থাকবে।

ষষ্ঠ শতাব্দিতে ভারতে জন্ম নেওয়া প্রাচীন এই খেলা বর্তমানে গালফ রাষ্ট্রগুলোসহ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।